৮ম ওয়াডো রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ ২০২৩

বাবলু হাসান লস্কর সুন্দরবন:আসর বসেছিলো পশ্চিমবঙ্গের কোলকতায় নিউ বারাকপুরের কস্তুরী কৃষ্টি হলে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে সংস্থা(গর্ভঃ রেজিস্ট্রার ) এস.এস.কে.এ.আই ও প্রত্যয় (বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর থানার একটি উদ্যোগ) প্রত্যয়ের তিনজন ছাত্র ছাত্রীদের মধ্যে কৃতি ছাত্র বাবাই কর্মকার একটি গোল্ড, একটি সিলভার, কৃতি ছাত্রীদের মধ্য বিলকিস খাতুন একটি গোল্ড, পাপিয়া একটি সিলভার ও একটি ব্রোজ্ঞ পায়। আন্তর্জাতিক কোচ,জাজ ও রেফারি যিনি দেশকে বহু সোনা এনে দিয়েছিলেন শিহান দেবব্রত হালদার চিফ কোচ অফ প্রত্যয় ও এস.এস.কে.এ.আই এর টেকনিক্যাল ডাইরেক্টর ও সেক্রেটারি তাঁর সংস্থার কৃতি ছাত্রী রিদ্ধীমা দাস দুটি গোল্ড,জুনিয়ার বিভাগে সেরা আরশ্রীয়া পুরকাইত দুটি গোল্ড, নৌসিন মোল্লা দুটি ব্রোজ্ঞ, সাকিল সরদার একটি গোল্ড, রসনী মন্ডল একটি ব্রোজ্ঞ,তামান্না রায়চৌধুরী একটি গোল্ড একটি সিলভার, ভূমি সাহা একটি গোল্ড একটি সিলভার, আরশিয়া গাজী একটি গোল্ড একটি সিলভার, সৃজনী মন্ডল একটি সিলভার,অঙ্কুশ দাস একটি গোল্ড,শ্রীবম মন্ডল একটি ব্রোজ্ঞ, তিয়াশ হালদার একটি ব্রোজ্ঞ, প্রতাশা দাস একটি ব্রোজ্ঞ, রায়ান লামা একটি সিলভার, আয়ুষ্মান চৌধুরী একটি সিলভার একটি ব্রোজ্ঞ, অনুরাগ সাহা একটি গোল্ড একটি সিলভার, স্পন্দন একটি ব্রোজ্ঞ, অত্রি বাগ একটি গোল্ড একটি সিলভার, সর্বমোট ১৫ টি গোল্ড। অফিসিয়ালদের মধ্যে সেনসাই রাহিদা মোল্লা, গোপীনাথ সরদার রাজ্য চ্যাম্পিয়ান শিপের জাজ ও রেফারি পরিচালনা করেন সাফল্যের সাথে, রাজ্য চ্যাম্পিয়ান শিপে সর্বমোট গোল্ড ১৫ সিলভার ৮, ব্রোজ্ঞ ১০ মোট প্রাপ্ত মেডেল সংখ্যা ৩৩ কোচ শিহান দেবব্রত হালদার কথায় এই সাফল্যের জন্য অভিভাবক অভিভাবিকা দের জন্য সম্ভব হয়েছে এবং ছাত্র ছাত্রীদের পরিশ্রমের ফসল। এতো গুলো রাজ্য চ্যাম্পিয়ানশিপ এর মেডেল তাদের । বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনে এরা দেশের মুখ উজ্জ্বল করবে।