|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রায়শই হেনস্থা করত প্রতিবেশী যুবক। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর পরই আত্মহত্যা করেন এক কিশোরী। প্রতিবেশী যুবকের হাতে হেনস্থার জেরেই ১৭ বছরের ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘরের মধ্যে থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনটি ঘটেছে উত্তর প্রদেশের কৌশাম্বির একটি গ্রামে।মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক প্রায়শই হেনস্থা করত ওই কিশোরীকে। ঘটনা নিয়ে কিশোরীরর পরিবারের লোকেরা ওই যুবকের পরিবারকে অভিযোগ করে। তা বলতে গিয়ে পাল্টা হুমকির মুখে পড়তে হয় কিশোরীর পরিবারকে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমর বাহাদুর সিং বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়ানো নিয়ে অভিযোগ করেছিল কিশোরীর পরিবার। সেই ঘটনার তদন্ত চলছে।” অভিযুক্ত কিশোরীকে একাধিক বার হেনস্থা করেছে বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার।পুলিশ এসে কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।