|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মৈপিঠ বৈকুণ্ঠপুর, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্যে বৈকন্ঠপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪৬টি মহিলা দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হলো।দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের প্রতিনিধিদলের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনায় এমনই উদ্যোগ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অঞ্চল নেতৃত্বের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সদা=সর্বদা মহিলাদের জন্য চিন্তাভাবনা করায়- লক্ষীর ভাণ্ডার কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা সহ ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার পর এই মুহূর্তে মহিলারা অনেকটা উজ্জীবিত। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ব্লক গুলির মধ্যে অন্যতম এই কুলতলি অনুন্নয়নের ছোঁয়ায় ভরা, দক্ষিণ ২৪ পরগনার কুলতলী বিধানসভার মহিলাদের এগিয়ে আনার লক্ষ্যে এমনই উদ্যোগ ব্লক তৃণমূল কংগ্রেস এলাকাবাসীর এক আলাদা অনুভূতি সৃষ্টি করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ব্লক গুলির অন্যতম। প্রতিটি বছরে প্রাকৃতিক বিপর্যয়ের ছোবল থেকে রেহাই পাওয়া তার উপরে বাঘ ও কুমিরের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকা মানুষদের,মূল স্রোতে ফিরে আসা পরিবারের সদস্যদের প্রতিভা উন্মোচিত হবে এই প্রতিযোগিতার মাধ্যমে এমনিই জানালেন কুলতলী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু প্রধান। কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এর কথায় ৩৪ বছর বাম রাজত্বে সুন্দরবনের প্রত্যন্ত এই ব্লকটি অবজ্ঞা অনীহার মাধ্যম দিয়ে পিছিয়ে ফেলে দেয়া হয়েছিল আর এই মুহূর্তে মানুষ জেগে উঠেছে এগিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে । প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কথায় কুলতলি ব্লকে বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ থাকায় যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন করতে দীর্ঘদিন সময় লেগেছে বেশ কয়েকটি ব্রিজ নির্মাণ করার পর কুলতলীতে এখন এই মুহূর্তে যাতায়াতের তথা যোগাযোগের সুগম হয়েছে আর যার জন্য মানুষ ঘুরে দাঁড়াতে পারছে।