|
---|
নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ৯ বছরের এক বালকের। তার রেশ কাটতে না কাটতেই আবারও জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। ক্রিকেট খেলা শেষ করে ঝিলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল। তখনই জলে তলিয়ে যায় সেই কিশোর। এই ঘটনায় হাওড়ার জগাছা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহঃ ইলিয়াস(১৬)। হাওড়ার বাঁকড়ার রশিকল এলাকায় সেই কিশোরের বাড়ি । প্রত্যক্ষদর্শীরা জানান, জগাছা প্রেস কোয়ার্টার এলাকায় ক্রিকেট খেলতে এসেছিল বাঁকড়া এলাকার কিছু কিশোর। খেলার শেষে সেখানকার ঝিলে তারা স্নান করতে নামে। তখনই তলিয়ে যায় ইলিয়াস নামের ওই কিশোর। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে জগাছা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় তলিয়ে যাওয়া ইলিয়াসকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা শেখ আনোয়ার জানান, ছেলেগুলো বাঁকড়ার রশিকল থেকে এসেছিল। প্রতিদিনই ওরা এখানে ক্রিকেট খেলতে আসে। খেলার পর তারা এখানে ঝিলে নেমেছিল স্নান করতে। তখনই ১৫-১৬ বছরের একটি ছেলে ডুবে যায়। সে সম্ভবত সাঁতার জানত না। এই অবস্থায় এলাকার বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে জলে নেমে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জল থেকে উদ্ধার করা হয় কিশোরকে। পুলিশ এসে দেহ হাসপাতালে পাঠায়। এই ব্যাপারে হাবিব আলি খান জানান, এরা ক্রিকেট খেলে ঝিলে স্নান করতে গিয়েছিল। তাদের মধ্যে ১জন জলে ডুবে যায়। এলাকার বাসিন্দারা জলে নেমে তাকে উদ্ধার করে।