ডোমজুড়ে পথদূর্ঘটনায় মৃত্যু হল মুন্সিরহাটের এক বাইক আরোহীর

ডোমজুড়ে পথদূর্ঘটনায় মৃত্যু হল মুন্সিরহাটের এক বাইক আরোহীর

     

     

    ইলিয়াস মল্লিক,হাওড়া: গতকাল রাতে প্রায় আটটায় ডোমজুড় নিলাঞ্জনা পার্কের সন্নিকটে মুখোমুখি বাস ও মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রের খবর হাওড়াগামী রামপুরহাটের একটি বাস দ্রুতগতিতে সামনে চলে আসলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে বাইকারোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ পৌঁছে ঐ যুবককে উদ্ধার করলেও ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের তরফ থেকে তাকে মৃত বলে জানানো হয়। মৃত ঐ যুবকের বাড়ি মুন্সিরহাট বাজার ধার। এলাকায় আপু নামে পরিচিত ঐ যুবক, সমাজসেবা মূলক কাজের জন্য বিশেষত পরিচিত ছিল মুন্সিরহাট এলাকাবাসীর কাছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র মুন্সিরহাট অঞ্চলে।