জয়হিন্দ বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২৪শে আগস্ট বর্ধমান উত্তর বিধানসভা জয়হিন্দ বাহিনীর উদ্যোগে ডাঙ্গাপাড়া ময়দানে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন রাজ্য জয়হিন্দ বাহিনীর সর্বভারতীয় সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউ.সি নেতা ইফতেখার আহমেদ, বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর ভাইস প্রেসিডেন্ট রবিন নন্দী, বর্ধমান উত্তর বিধানসভা জয়হিন্দ বাহিনীর সভাপতি ডালিম সেখ। জয়হিন্দ বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান গ্রিন হন্টার এন্ড স্টুডেন্ট গোল সংস্থার সেক্রেটারি রাখেশ খান সহ সদস্যরা। রক্তদান উৎসব উদ্বোধন করেন বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউ.সি নেতা ইফতেখার আহমেদ। আজকের রক্তদান উৎসবে ৩০০ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে রক্তদাতাদের হাতে গিফট আর গাছ দেওয়া হয়। আজকের রক্ত বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান উত্তর বিধানসভা জয়হিন্দ বাহিনীর উদ্যোগে রক্তদান উৎসব উপলক্ষে বিক্ষো রোপণ করা হয়। রাজ্য জয়হিন্দ বাহিনীর সর্বভারতীয় সভাপতি কর্তিক বন্দ্যোপাধ্যায় দুটি শিশুর হাতে গাছ তুলে দেয়। রাজ্য জয়হিন্দ বাহিনীর সর্বভারতীয় সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় রক্তদান উৎসব পরিদর্শন করেন। জয়হিন্দ বাহিনীর সকল কর্মীরা উপস্থিত ছিলেন। রক্তদাতাদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মত। এই রক্তদান উৎসব থেকে বার্তা দেওয়া হয় একটি গাছ একটি প্রান। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।