|
---|
বজবজ:নুরউদ্দিন: দক্ষিণ 24 পরগনার বজবজের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থোবরা তোলার মন্ডল পাড়ায়, বাড়ির সামনে থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় গতকাল রাতে, খবর পেয়ে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকষরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম শেখ তাজ উদ্দিন বয়স (৪৭)। মৃত ব্যক্তি পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবারের লোকজনের অভিযোগ শেখ তাজউদ্দীনকে কেউ খুন করেছে। শেখ তাজউদ্দিনের দেহ রক্তাক্ত হওয়ার কারণে পরিবারে লোকজন খুনের অভিযোগ করেন থানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন বজবজ থানার পুলিশ প্রশাসন। যতক্ষণ না মৃতদেহটি ময়না তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত কোন ঘটনা বলা যাবে না। পুলিশ এই বিষয়ে তল্লাশি চালাচ্ছেন।
বজবজ থেকে নুরউদ্দিনের রিপোর্ট।