|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ ঐতিহাসিক মে দিবস, এনজিপি শাখা আইএনটিটিইউসির ঠিকা শ্রমিক ইউনিয়নের অফিসে মে দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। ইউনিয়ন অফিসে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়া শ্রমিকদের মধ্যে বস্ত্র ও গামছা বিতরণ করা হয়। এছাড়া কন্যাদায়গ্রস্ত পেশায় এক রিকশা চালকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আইএনটিটিইউসি। আর্থিক সাহায্য করা হয়। সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি সুজয় সরকার জানান শ্রমিকদের স্বার্থে লড়াই চলছে। মে দিবসের দিন শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য দাবি জানানো তিনি।