|
---|
নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতেই জাতীয় সড়কে বিপর্যয় ও দুর্ঘটনা। হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল দিঘাগামী পর্যটক ভর্তি বাস। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ সূত্রে খবর, ৭০ জন পর্যটক নিয়ে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট থেকে বাস ছাড়ে। রাত ৩টে নাগাদ বাগনানের চন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাস। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।