|
---|
নিজস্ব প্রতিবেদক:- ফের নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) জোকার (Joka) সামনে। আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদিন বিকেল চারটে নাগাদ পৈলানের দিক থেকে একটি স্করপিও আসছিল। স্থানীয় সূত্রে খবর, সেই স্করপিওর মধ্যে পাঁচজন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে যে প্রত্যেকেই প্রায় মদ্য়প অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে, জোকার কাছে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে ও খালের মধ্যে পড়ে যায়। এরপরই স্থানীয় কয়েকজন দোকানদার এসে সেই আহতদের উদ্ধার করে ও বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। স্থানীয়দের মারফৎ জানা গিয়েছে যে সেই স্করপিওটির গতি অনেক বেশি থাকায় টাল সামলাতে পারেনি সেটি। ফলে গাড়িতে ধাক্কা মারে ও খালে গিয়ে পড়ে যায় স্করপিওটি।কিছুদিন আগে তারকেশ্বরে একটি দুর্ঘটনার খবর এসেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। ঘটনায় চালক-সহ আহত কুড়ি জন বাসযাত্রী। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। ঘটনার দিন সন্ধ্যায় তারকেশ্বরের রাম নারায়ণপুর এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে। এদিকে দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি তারকেশ্বর থেকে বাঁকুড়ার কোতলপুর যাচ্ছিল। প্রচণ্ড গতিতে যাচ্ছিল। আচমকা তারকেশ্বরের নারায়ণপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সামনের দিক কেটে চালককে উদ্ধার করে পুলিশ। বাসটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে একটি ক্রেনও আনা হয়।