|
---|
নতুন গতি প্রতিবেদক: “হে নবীন এসো আলোর মিছিলে” এই শ্লোগান নিয়ে বাঙুর কলকাকলী মঞ্চে ছাত্র যুবদের দাবা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয় We are The Common People ও Hello Kolkata এর উদ্যোগে ।
শুক্রবার (১৬ মার্চ) দাবা প্রতিযোগীতায় আয়োজকদের মধ্যে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেন এশিয়ান গেমস এ সোনাজয়ী অতনু লাহিড়ী। গেম পরিচালনা করেন আনন্দলাল ব্যানার্জী ও অন্তরীপ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ রায়, গৌরব শিউলী প্রমুখ, মুকাভিনয়ে দীপ মুখার্জী, নৃত্যে অনুদীপা মুখার্জী, শ্রুতি নাটকে সুদীপ পাঠক, কবিতা পাঠ এ স্বর্ণালী মন্ডল, সেবা গুপ্ত, স্বস্তি চ্যাটার্জী, রাখী ব্যানার্জী রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি র ব্যবস্থাপনায় ছিলেন আশীষ বসাক।