ইউনেস্কোর স্বীকৃতিকে সম্মান জানিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ডায়মন্ড হারবারে

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন ২৪ পরগনা জেলাতেও অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা উপলক্ষে পদযাত্রা। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন ২৪ পরগনা জেলাতেও ক্লাব কর্তা,জেলা আধিকারিক ও স্কুল পড়ুয়াদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। বাংলার দুর্গাপূজা পেয়েছে হেরিটেজ তকমা সেই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ডায়মন্ড হারবার শহরের এসডিও মাঠ থেকে সুসজ্জিত পদযাত্রা শুরু হয়।শহর পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় কেল্লার মাঠে।
এদিন কেল্লার মাঠে উপস্থিত ছিলেন জেলা শাষক সুমিত গুপ্তা,মহকুমা শাসক অঞ্জন ঘোষ,এসডিপিও মিতুন কুমার দে,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল,জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ, এস ডি আই সিও ব্রতী বিশ্বাস,বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,ডা:হা: সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী মনমোহিনি বিশ্বাস,জেলা পরিষদের প্রাণী ও মৎসের কর্মাধ্যাক্ষ উমাপদ পূর্কাইত,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,টাউন তৃনমূলের সভাপতি অমিত সাহা,টাউন তৃনমূলের যুব সভাপতি সৌমেন তরফদার এছাড়াও একাধিক বিধায়ক থেকে শুরু করে পৌরসভার সকল কাউন্সিলর সহ আরো অন্যান্য আধিকারিকরা। জেলা শাষক সুমিত গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইউনেস্কো কে ধন্যবাদ জানাতে পদযাত্রার আয়োজন করা হয়েছে। জেলা আধিকারিক, ক্লাব কর্তা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয় ডায়মন্ড হারবার শহরে। ডায়মন্ড হারবার এসডিও মাঠ থেকে দুপুর ২টা থেকে পদযাত্রা শুরু হয়। শহর পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় কেল্লার মাঠে। জেলার মোট ৩০টি স্কুলের ছাত্র ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহন করেন। এছাড়াও বিভিন্ন ট্যাবলো সহকারে ক্লাব সদস্যরা শোভাযাত্রায় অংশ নিয়েছিল।