সাংসদ দেবের উদ্যোগে কমিউনিটি কিচেন খোলা হলো ঘাটালে

নিজস্ব প্রতিবেদক, ঘাটাল: মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও একবার দেশজুড়ে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পাল্লা দিয়ে চলছে মৃত্যু মিছিল।এরাজ্যেও করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কার্যত ১৫দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেতা দীপক অধিকারী করোনা আক্রান্ত ও তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন। ঘাটালের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের জন্য দুবেলা রান্না করা খাবার সরবরাহ করার জন্য কমিউনিটি কিচেন খুলেছেন এবং সেই সংক্রান্ত তার নিযুক্ত প্রতিনিধিদের হেল্প লাইন নম্বরও দিয়েছেন। এরই পাশাপাশি ঘাটাল মহকুমা হাসপাতালে সেফ হোমে ভর্তি করোনা রোগীদেরও দুবেলা রান্না করা খাবার সরবরাহ করার কথা জানিয়েছেন দেবের প্রতিনিধিরা।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংসদ দেব জানিয়েছেন, ঘাটাল এলাকায় যারা করোনা আক্রান্ত, তাদের বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে, খাদ্যগ্রহনে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।” এই পোস্টে চারটি ফোন নম্বরও শেয়ার করেছেন তিনি।