বড়জোড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সম্মেলন

বড়জোড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সম্মেলন

     

     

    আব্দুল হাই, বাঁকুড়াঃ – নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই সমস্ত রাজনৈতিক দলগুলি দলীয় সংগঠনের প্রচারে ময়দানে নেমে পড়েছেন । কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । গত রবিবার বড়জোড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বড়জোড়া ব্লকের চান্দাই গ্রামে অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সম্মেলন । 2021 বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু কর্মীদের নিয়ে এই রাজনৈতিক সম্মেলন বড়জোড়া বিধানসভা এলাকায় তৃণমূল কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । এদিনের রাজনৈতিক সম্মেলনে প্রায় পাঁচশ তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন । উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী , বরড়জোড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আমজাদ মন্ডল , বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিদাস মুখোপাধ্যায় , বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

     

    বড়জোড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আমজাদ মণ্ডল বলেন , সামনে 2021 বিধানসভা নির্বাচন তার আগে সংখ্যালঘু কর্মীদের সঙ্ঘবদ্ধ করতে এই রাজনৈতিক কর্মী সম্মেলন আয়োজন করা হলো । এর ফলে আগামী দিনে দলীয় সংগঠন আরও মজবুত হবে বলে তিনি দাবি করেন ।