বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভবনা

নিজস্ব সংবাদদাতা : বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভবনা। শুক্রবার নাগাদ নিম্নচাপ পরিণত হয়ে এটি ক্রমশ ওড়িশাতে প্রবেশ করবে। এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে এদিকে সমুদ্রে দুর্যোগ ঘনালেও আপাতত স্বস্তি পাবেন না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী৷ বুধবার দিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই৷ এদিকে তাপমাত্রাও আগের চেয়ে বাড়বে এমনটাই জানা যাচ্ছে আজকের ওয়েদার আপডেটে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮২ শতাংশ৷ ফলে ফিল লাইক তাপমাত্রা পৌঁছবে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াসে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে অ্যাকুওয়েদারা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আগামী দু দিন। ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা প্রায় সব জেলাতেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।