|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : সাতসকালেই নদী থেকে উদ্ধার একজনের দেহ। ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকার বারহালিয়ার ঘটনা। মৃতের নাম ঈশ্বর বাহাদুর প্রধান, বয়স ৬০। তিনি আলিপুরদুয়ার জেলার সরুগাঁও চা বাগানের নেপালি বস্তির বাসিন্দা।
জানা গেছে, গতকাল রাতে ডুডুয়া নদী পেরিয়ে নাতনির জন্মদিন খেতে এপারে বারহালিয়া এসেছিলেন ঈশ্বর বাহাদুর প্রধান সহ তার ছেলে ও নাতি। এরপর জন্মদিন অনুষ্ঠানে বেশ আনন্দ করে নাচানাচিও করেছিলেন তিনি। হঠাৎ তাকে আর জন্মদিন অনুষ্ঠানে দেখা যায় নি। তারপর রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করা হয়। কিন্তু পাওয়া যায় নি। বুধবার ভোর নাগাদ তার নাতি সহ কয়েকজন নদীতে একটি দেহ ভাসতে দেখতে পান। দেখা যায় সেটি ঈশ্বর বাহাদুর প্রধানের মরদেহ। এরপর ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় জন্মদিন অনুষ্ঠান সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনো পরিষ্কার নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।