|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: কলকাতায় মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন বা MSO র পক্ষ থেকে আয়োজন হল ‘ভারতের সংবিধান ও সংখ্যালঘু অধিকার’ বিষয়ক একটি আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন MSO র পৃষ্ঠপোষক পীর ড.শাকিল আহমাদ আসবী, মজলিস উলামায়ে বাংলার মাওলানা মোহাম্মদ সাব্বির আলম মিসবাহী, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি ইনতাজ আলি শাহ প্রমুখ বুদ্ধিজীবী তথা বিশিষ্টজন। এডভোকেট তাওসিফ আহমেদ খান সংখ্যালঘুর অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,ভারতের সংবিধান অনুমতি দিয়েছে প্রত্যেকের নিজনিজ ধর্ম পালন ও প্রসার করার, শিক্ষার অধিকার মৌলিক অধিকার। তাই সকলকে সর্বাগ্রে শিক্ষিত হতে হবে, জানতে হবে নিজ অধিকার তবেই সমাজে পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনতাজ আলি সাহেব সমকালীন পরিস্থিতিতে মুসলমানদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি সংহতি সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন। বৃহত্তম মুসলিম ছাত্র সংগঠন MSO র সর্বভারতীয় সম্পাদক আসফাক আহমেদ MSO কীভাবে সারা ভারতব্যাপী মুসলিম শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে তা তুলে ধরেন, উপস্থিত ছিলেন এম এস ও রাজ্য সোসাল মিডিয়া সেক্রেটারি সৈয়দ শাহ সামিরুল ইসলাম চিস্তি ও রাজ্য কমিটির সদস্য জাহাঙ্গীর গাজী, মেহেদী হাসান, মিরাজুল ইসলাম, রাজ্য ক্যাম্পাস সেক্রেটারি নিয়াজ আলম,নুরানি রেজা।