|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ ইকুয়েডরের বিরুদ্ধে জিততে পারলেই রাউন্ড অফ সিক্সটিন এ যাওয়া নিশ্চিত ছিল নেদারল্যান্ডের। তবে নেদারল্যান্ড সেইভাবে ভালো শুরু করতে পারেনি বিশ্বকাপ অভিযান, গত ম্যাচে সেনেগালকে হারালেও সেইভাবে ভালো খেলতে পারেনি। আজ ম্যাচ জেতা নিয়ে আশাবাদী ছিল নেদারল্যান্ড। ভালোই শুরু করেছিল নেদারল্যান্ড , ম্যাচের ছয় মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায়। তবে গোল খাওয়ার পর দমে যাইনি ইকুয়েডর। ক্রমাগত কাউন্টার এটাক করতে থাকে ইকুয়েডরের ফরোয়ার্ড লাইন। দ্বিতীয় অর্ধের শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোল করে সমতা ফেরায় ইকুয়েডর। শেষ পর্যন্ত ১-১ গোলে খেলা অমীমাংসিত হবে শেষ হয়।