মায়ের সওয়াব রেশনির উদ্দেশ্যে এক অভিনব রক্তদান শিবির

নতুন গতি প্রতিবেদক : আজ হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত চড়া পাঁচলা কয়াল পাড়া গ্রামে রক্তদান শিবিরের মতো একটি মহতী কর্মযজ্ঞ পালিত হলো। যেটি ছিল জনাব কামারুল কয়াল সাহেবের মাতার সওয়াব রেশনী উপলক্ষে। যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রশংসনীয়। সচরাচর মুসলিম সমাজে এহেন সামাজিক কাজ খুবই দুর্লভ।

    আজকের রক্তদান শিবির শুরু করেন কয়াল পাড়া মসজিদের পেশ ইমাম জনাব মৌলানা মহঃ শাহিদুল ইসলাম সাহেব। এদিনে মোট ৫০ জন রক্ত দাতা রক্তদান করেন ৬ জন মহিলা সহ। আর রক্তদান শিবির সমাপ্ত করেন আব্দুল্লা মল্লিক যে একটি মাইয়েতের খবর খুঁড়ে ফিরছিলেন।

    সর্বোপরি রক্তদান শিবিরটি সফল হয় কামারুল কয়ালের এই সুন্দর চিন্তাভাবনার জন্য। আর এইরকম রক্তদান শিবির করার ব্যাপারে উৎসাহিত করেছেন, তাদের রক্তবন্ধু বিশিষ্ট সমাজসেবী রেজাউল করীম, রাজুদা।

    রক্তদান শিবির টি পরিচালিত হয়, পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের তত্বাবধানে। রক্তদান শিবিরটিতে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন, রমিজ রাজ, গিয়াসউদ্দিন মোল্লা, রোমীয় মোল্লা, ইকাবল এছাড়াও আরো অনেকে।