|
---|
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : আজ আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া উচ্চ বিদ্যালয়ে (উ:মা:) শিক্ষক দিবস পালিত হলো একটু অন্যরকম ভাবে। ছাত্র ছাত্রীরা ভালোবেসে এই দিনটির নাম দিয়েছে ‘সবুজ শিক্ষক দিবস’। তারা বিদ্যালয় প্রাঙ্গনে প্রিয় শিক্ষকদের নামে ‘বৃক্ষ রোপন’ করে অনুষ্ঠানের শুভসূচনা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সাহা মহাশয় জানান, ছাত্র ছাত্রীদের এই শুভ উদ্যোগে আমরা ভীষণ খুশি। তিনি আরও জানান, কয়েক দিন আগে ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’ পালনের সময়েও ছাত্র ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে প্রচুর গাছ লাগিয়েছে। এরপর বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে প্রায় ঘন্টা তিনেকের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানের মধ্যেও বার বার পরিবেশের কথা,পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা দের যৌথ উদ্যোগে কথা বার বার উঠে আসে। বিদ্যালয়ের ভূগোল শিক্ষক জাহিরুদ্দিন আহমেদ বাবু জানান যে, আমরা শুধুমাত্র বিদ্যালয়ের পরিবেশের দিকেই নজর রাখছি তা নয়। ‘দীর্ঘস্থায়ী পরিবেশ সুরক্ষা’ বিষয়ে গ্রামবাসীদের নিয়েও কাজ করছি।