|
---|
নিজস্ব সংবাদদাতা : সহকর্মী জওয়ানের বন্দুক থেকে ‘দুর্ঘটনাবশত’ ছুটল গুলি। গুলি লেগে মারা গেলেন এক জওয়ান। আহত আরও এক জন। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় ১৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা শিবিরে রবিবার এই ঘটনা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।বান্দিপোরা পুলিশ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, ‘‘বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের। আহত আরও এক। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’