রাজধানী থেকে আটক চীনা গুপ্তচর মহিলা, তিন বছর ধরে ছদ্মবেশে লুকিয়ে ছিল সে

নিজস্ব সংবাদদাতা : ভারতে গুপ্তচর চীনা মহিলা বছর তিনের ধরে লুকিয়ে ছিলেন। অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সে। ওই মহিলার নাম কাই রুয়া। গত তিন বছর ধরে তিনি বৌদ্ধ সন্ন্যাসী বেশ ধরে লুকিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর ওই মহিলার কাছ থেকে বেশ কিছু বহু পরিচয় পত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

     

     

    প্রসঙ্গত ২০১৯ সালে বৌদ্ধ সন্ন্যাসীর বেশ ধরে ভারতে প্রবেশ করে ওই চীনা মহিলা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত তিব্বত কলোনিতে থাকতো সে এই বিষয়ে জানা গেছে।