|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : ভিড়ে ঠাসা পুজোর বাজারে জিনিস কিনতে গিয়ে এবার করোনা পরীক্ষা চালু করা হচ্ছে মালদায়। পিপিই পড়ে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম এই করোনা পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন রাজ্যের কোভিড-১৯ মহামারী সংক্রান্ত অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়। মঙ্গলবার মালদা কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সুশান্তবাবু বলেন, বুধবার থেকেই মালদার ভিড়ে ঠাসা বাজারগুলিতে এই করোনা পরীক্ষা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের কর্তাদের।
এদিন মালদায় এসে কলেজ অডিটোরিয়ামে পূজা কমিটিগুলির সঙ্গে একটি বৈঠক করেন কোভিড-১৯-এর ওএসডি। ওই বৈঠকে জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিস সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ পার্থ প্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি ডাঃ অমিত দাঁ, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডাঃ অমিতাভ মণ্ডল সহ অনেকেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
ডাঃ সুশান্ত রায় বলেন, পুজোর বাজারে যেমন ভিড় হচ্ছে তাতে করোনা সংক্রমণ ছড়ানোর সমুহ সম্ভাবনা আছে। একজন ক্রেতা বা বিক্রেতা জানেনই না তিনি যাঁর কাছে থেকে জিনিস কিনছেন বা যাঁকে বিক্রি করছেন বা আশেপাশে ঘাড়ের উপরে যাঁরা দাঁড়িয়ে আছেন তাঁদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা। ফলে অজান্তেই অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে হঠাত করেই করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।
কোভিড-১৯-এর ওএসডি বলেন, আমরা ঠিক করেছি জলপাইগুড়ির মতো মালদার পুজোর বাজারগুলিতেও সম্ভব হলে বুধবার থেকেই আচমকা করোনা পরীক্ষা শুরু করব। র্যাতনডম পরীক্ষা করা হবে। কোনও ব্যক্তি করোনা পজিটিভ হলে তাঁকে সেফ হাউসে পাঠানো হবে। জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সাথে বৈঠক করে বাজারে বাজারে এই করোনা পরীক্ষা চালানোর যাবতীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে।
একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যে ভিড়ে ঠাসা কর্মসূচী নিচ্ছে তাতেও করোনা ছড়ানোর সম্ভাবনা আরও বাড়ছে। তিনি বলেন, রাজনৈতিক দল থেকে অন্যান্য সংগঠন – সবাইকেই মনে রাখতে হবে করোনা ঠেকাতে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরী।
এদিন বিভিন্ন পূজা কমিটিগুলিকেও সতর্ক করেন তিনি। জানিয়ে দেন প্রতিমা মণ্ডপে নিয়ে আসা বা বিসর্জনের সময় কোনও শোভাযাত্রা করা যাবেনা। প্যান্ডেল তিনদিক খোলা রাখতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্যান্ডেলে প্রবেশ করতে দেওয়া হবেনা। তাঁর নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন পূজা উদ্যোক্তারাও।