সুন্দরবনের বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

নতুন গতি প্রতিবেদক :প্রত্যন্ত সুন্দরবনের সজনে খালির জেলা জঙ্গলের গোল ভক্সাখাড়িতে, সূত্র মারফত জানা যায় বছর ৩৫ এর যুবক মৃত ননী মন্ডল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সাতজেলিয়া অঞ্চলের দুই নম্বর গ্রামের বাসিন্দা। সুন্দরবনের কাঁকড়া ধরার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার ননী ও দুখে মন্ডল সহ আরো একজন সঙ্গীকে নিয়ে তারা সুন্দরবনের গভীর ঝিলা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গত কয়েকদিন ধরে তারা বেশ ভালো কাঁকড়াও ধরেছিল কিন্তু বাদশাধে শনিবার বিকালের দিকে কাঁকড়া ধরতে গেলে গভীর জঙ্গল থেকে একটি বাঘ ননীর উপরে হামলা করে। তাই দেখে অপর দুই সঙ্গী নৌকা থেকে তাদের মজুদ থাকা লাঠি ছোটা নিয়ে বাঘের উপরে আক্রমণ করে। এইভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে বাঘে মানুষের যুদ্ধ। কিছুক্ষণ পরে অবস্থা বেগতিক বুঝে বাঘটি জঙ্গলে চলে যায়। গুরুতর যখম ননীকে নিয়ে দুই সঙ্গী দ্রুত নৌকা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাটে আস্তে আস্তে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ননী। এই খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রীর জ্যোৎস্না মন্ডল সহ তার আত্মীয় পরীজনেরা। অসহায় হয়ে পড়ে তার ছোট্ট দুই শিশু সন্তান। সুন্দরবনের কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা এই বডি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।