|
---|
নতুন গতি প্রতিবেদক : বছর ৬৯ হাজারী মন্ডল, পিতা শঙ্কর মন্ডল গোসাবার বাসিন্দা সকালে বনদপ্তরের অনুমতি ছাড়া সুন্দরবন লাগোয়া জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। সাথে দুই সঙ্গীকে নিয়ে,এক দিকে তার পরিবারের এক সদস্যার সাপে কাঁটে বাড়ির লোক জন তাকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অপর দিকে বাঘ নিয়ে গেল দেহটি,সঙ্গীরা দেহ টি কে উদ্ধার করে নিয়ে আসতে পারেনি। বাঘ ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে চম্পট দেয়। সঙ্গীরা পিছনে ধাওয়া করলে ও দেহ টি কাঁধে নিয়ে বাঘ মামা গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। পরে খবর যায় বাড়িতে এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছে আত্মীয়-স্বজন থেকে পরিবারের লোকজন। পরিবারের একমাত্র উপার্জনকারী আজ বাঘের আক্রমণে প্রাণ দিতেহলো কেবলমাত্র পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার নিমিত্তে সুন্দরবনে গিয়েছিল কাঁকড়া ধরতে, এতেই দিতে হল প্রাণ। এই মুহূর্তে বাজারে কাঁকড়ার চাহিদা রয়েছে । এই কাঁকড়া বিক্রি করে একটু অর্থের আশায় দিনের পর দিনে একের পর এক বাঘের হানায় মৃত্যু হচ্ছে মৎস্যজীবীর, তার পরে ও নদী তে যাওয়ার প্রবণতা কমছে না। এক পরিসংখ্যানে দুই হাজার কুড়ি ২৯ জন বাঘের আক্রমণে আহত ও নিহত হয়েছিল। আরতা টপকে ৩০ এ একপক্ষকালে তিন জন বাঘের আক্রমণে আহত ও নিহত হয়েছে,মৃত্যু মিছিল লেগেই আছে।