জয় জোহার মেলা উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার অন্যান্য এলাকার ন্যায় রাজনগর ব্লকের ডাকবাংলো মাঠে আয়োজিত হয় জয় জোহার মেলা।সেখানে শেষ দিনে অনুষ্ঠিত হয় এলাকার আদিবাসীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা।

    তিনদিনের আদিবাসী “জয় জোহার মেলা”-উপলক্ষে রাজনগর ডাকবাংলো মাঠে আজ বৃহস্পতিবার আদিবাসী পুরুষ ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয়
    বাঁশবনা ও কালপাহারি আদিবাসী পুরুষ ফুটবল দল।নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল অমিমাংসিত থাকায় ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি করা হয়।প্রতিযোগিতায় বিজয়ী হয় বাঁশবনা ফুটবল দল।

    অন্যদিকে আদিবাসী মহিলা ফুটবল দলের মধ্যে চুড়ান্ত পর্যায়ের খেলায় রাজনগর ফুটবল এ্যাকাডেমি আদিবাসী মহিলা দল ও শ্রীজা ইন্ডিয়া আদিবাসী মহিলা দল অংশগ্রহণ করে। এক্ষেত্রে ও ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি করা হয়।রাজনগর ফুটবল এ্যাকাডেমি আদিবাসী মহিলা দল চ্যাম্পিয়ন হয়।

    খেলার মাঠ সংলগ্ন নজরুল মঞ্চে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে খেলায় প্রথম, দ্বিতীয় স্থানাধিকারী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

    মঞ্চে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত,রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ সুকুমার সাধু , সমাজসেবী রাণাপ্রতাপ রায়, সেখ গফফার,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল সাহা, সজল গড়াই, গাফফার খান সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।