ভর সন্ধ্যাবেলায় প্রাক্তন এক পুলিশকর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল

নিজস্ব সংবাদদাতা : ভর সন্ধ্যাবেলায় প্রাক্তন এক পুলিশকর্মীকে (Ex Police Office) গুলি করে খুনের (Murder) অভিযোগ উঠল। নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কল্যাণী থানার গয়েশপুরের ৩নং ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জনার্দন কর্মকার। বছর পঁয়ষট্টির এই ব্যক্তির বাড়ি নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের ৩নং ওয়ার্ডে। ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। বছর পাঁচেক আগেই অবসর নেন চাকরি থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন নিজের বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন জনার্দন বাবু। সেই সময় হঠাৎই স্কুটিতে চেপে আসে দুষ্কৃতীরা। এসেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকার লোকেরা প্রাক্তন পুলিশকর্মীকে উদ্ধার করে জে এন এম হাসপাতালে নিয়ে যান। কিন্তু নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। প্রাক্তন পুলিশকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।প্রসঙ্গত, দিন কয়েক আগেই নদিয়ার নাকাশিপাড়ার মাঝের গ্রামে শ্যুটআউট হয়। গুলিবিদ্ধ হন এক স্বর্ণ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, বেথুয়াডহরিতে সোনার দোকান বন্ধ করে রাত পৌনে ৯টা নাগাদ বাইকে চড়ে নিশ্চিন্তপুরের বাড়িতে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সাক্ষীগোপাল বিশ্বাস। অভিযোগ, সুলতানপুরে একটি কালভার্টের কাছে দুই দুষ্কৃতী ব্যবসায়ীকে গুলি করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।