দামি বাইকের ইএমআই শোধ করতে বন্ধুকে অপহরণ করে খুন!

নিজস্ব সংবাদদাতা : দামি বাইকের ইএমআই শোধ করতে বন্ধুকে অপহরণ করে খুন করলেন দিল্লি  এক যুবক। উদ্দেশ্য ছিল বন্ধুর পরিবারের থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা। যদিও সেই কাজ ব্যর্থ হলেন অভিযুক্ত। পুলিশ গ্রেপ্তার করেছে অপহরণ এবং খুনে অভিযুক্তকে।

     

    পুলিশের দাবি, বাইকের ইনস্টলমেন্ট দিতে না পেরেই বন্ধু নীতিনকে খুনের পরিকল্পা করেন শচীন। সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন নীতিন। মেয়ের বয়স দুই মাস। এর পর থেকেই আর্থিক সমস্যা শুরু হয় তাঁর। এর পরেই আরেক বন্ধু অর্জুনের সঙ্গে পরামর্শ করে নীতিনকে অপহরণ করে তাঁর পরিবারের থেকে ২ লক্ষ টাকা হাতানোর ছক কষেন শচীন।১৯ সেপ্টেম্বর মদ্যপান করতে নীতিনকে নিজের বাড়িতে ডাকেন শচীন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অর্জুন। তিনজন মিলে গাজিয়াবাদ মদ কিনতে যান। সেখানেই রেললাইনের পাশে নীতিনকে কুপিয়ে হত্যা করেন শচীন ও অর্জুন। পরদিন নীতিনের বোনকে অপহরণের কথা জানিয়ে ২ লক্ষ টাকা মুক্তপণ দাবি করে তাঁরা।এর পরেই পুলিশে খবর দিয়ে দিল্লি ছাড়েন নীতিনের পরিবারের লোকেরা। তদন্তে রাজস্থানের গঙ্গা নগর থেকে শচীনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা অরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাজিয়াবাদে একটি ঝোপ থেকে নীতিনের দেহ উদ্ধার করেছে পুলিশ।