|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:মঙ্গলবার ভ্যালেন্টাইন ডে কে সামনে রেখে মেদিনীপুরের তরুণ সমাজ কর্মী রাহুল কোলের উদ্যোগে এবং ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন ও উদ্যোগী সংঘের সদস্যগনের সহযোগিতায় মঙ্গলবার ভালবাসা দিবসের বিকলে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত পাল ইটভাটা ও জেঠুয়া ইট ভাটার শ্রমিকদের জন্য ভালোবাসার উপহার হিসেবে সমস্ত শ্রমিক পরিবার গুলোর জন্য চকলেট ও বিনে পয়সার বস্ত্র বিপনীর মাধ্যমে বস্ত্র বিতরণ করা হলো।
এদিন এখান থেকে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় ৭০ জন তাদের প্রয়োজনীয় বস্ত্র সংগ্রহ করেন। এছাড়াও সকলকের হাতে চকলেট তুলে দেওয়া হয়। পোশাক ও চকলেট পেয়ে খুব খুশি শ্রমিম পরিবার গুলি। এভাবে তাঁদের কথা ভাবার জন্য তারা রাহুল বাবুদের ধন্যবাদ জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সমাজ কর্মী রাহুল কোলে, বেঙ্গাই গ্রামের সমাজ সেবী তিমির বরন পড়িয়া, উদ্যোগী সংঘের সদস্য বাপ্পা মান্নাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। রাহুল কোলে জানান, এই এলাকায় অনেক ইটভাটা আছে প্রতি মরসুমে শ্রমিকরা আসেন বাইরের বিভিন্ন রাজ্য ও জেলা থেকে।এঁরা খুব গরিব পরিবার থেকে আসেন। এঁরা বেশ কষ্টেই জীবন যাপন করেন। এঁদের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পেরে তাঁরা খুশি।