ধুলিয়ানের জমিদার বাড়িতে চলছে গীতা পাঠের আসর

নিজস্ব সংবাদদাতা:  মন ও আত্মার শুদ্ধিকরণ দরকার, বর্তমান দিনে ব্যস্ততার মধ্যে মানুষ নিজের জীবন বোধ হারিয়ে ফেলতে বসেছে। মানুষের মধ্যে হিংসা ও হানাহানি বেড়ে গেছে। এরই মধ্যে ধুলিয়ানের জমিদার বাড়িতে গীতা পাঠের আসর বসেছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত গীতা পাঠ হচ্ছে ধুলিয়ানের জমিদার বাড়িতে।

     

     

    এই গীতা পাঠ শুনতে প্রতিদিন অজস্র মানুষের জনসমাগম দেখা যাচ্ছে। এবারে তৃতীয় বর্ষে পড়ল এই গীতা পাঠের আসর। ভক্তদের জন্য থাকছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা।