|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর কাশিতে ভয়াবহ তুষারঝড়, আটকে ২৮ জন পর্বতের একটি দল। সূত্রে জানা গিয়েছে পর্বত আহরণের সময় আটকে পড়ে ওই পর্বত আরোহীর দলটি।
মঙ্গলবার ডোকরনি হিমবাহে তুষার ঝড়ে আটকে পড়েন তারা, উদ্ধার কার্যবাহিনী উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, ৮ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাদবাকিদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধার কার্য বাহিনী। যে এলাকায় তুষার ঝর হয় সেই এলাকার উচ্চতা ৫৩ হাজার মিটার বলে জানা গিয়েছে।