বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক বিজেপি কর্মী

মহঃ মফিজুর রহমান, আমডাঙা : ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে । রাজ্যে ইতিমধ্যে তিন দফা ভোট হয়ে গিয়েছে, তার পরেও অব্যাহত পদ্ম ছাড়ার হিড়িক । দলের অন্দরমহলের ক্ষোভ বিক্ষোভের জেরে পদ্মফুল ছেড়ে জোড়াফুলে নাম লেখাচ্ছেন বিজেপির একের পর এক নেতা-নেত্রী থেকে শুরু করে নীচুস্তরের কর্মী সমর্থকরা । ফলে ভোটের মাঝে মুখ পুড়ছে বিজেপির । উত্তর ২৪ পরগণার অন্তর্গত আমডাঙা ও বারাসাত বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ আগামী ২২ এপ্রিল । তার আগে জোর ধাক্কা খেল স্থানীয় গেরুয়া শিবির । ভোটের মুখে পদ্মফুল ছেড়ে জোড়াফুলে নাম লেখালেন স্থানীয় বেশকিছু বিজেপির কর্মী সমর্থক । মঙ্গলবার কাশিমপুরে তৃণমূলের এক সভায় আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক বিজেপি কর্মী সমর্থক ।

    আমডাঙার তৃণমূল প্রার্থী তথা দু’বারের বিধায়ক রফিকুর রহমানের হাত থেকে জোড়াফুলের পতাকা গ্রহণ করে তারা বলেন, ”নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি । বাংলায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা দিদির হাতকে আরও শক্তিশালী করতে চাই ।” তাদের দাবি, বাংলায় কোন ধর্মীয় মেরুকরণের রাজনীতি চান না তারা । তাই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বিজেপি থেকে বেরিয়ে এসে তারা তৃণমূলে যোগদান করেছেন ।