মাথা নাড়া করে তৃণমূলে যোগ দিলেন হুগলির একদল বিজেপি কর্মী

নতুন গতি, ওয়েব ডেস্ক : রীতিমতো মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু বিজেপি কর্মী। এদিন দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হুগলির খানাকুল ব্লকের নতিবপুর দুনম্বর গ্রাম পঞ্চায়েতের বলপাই গ্রামে। গ্রামের একফালি ফাঁকা জমিতে প্যান্ডেল খাটিয়ে এদিন তৃণমূলের যোগদান পর্ব অনুষ্ঠান ছিল। আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দারের নেতৃত্বে এই যোগদান পর্ব চলে।

     

    এই যোগদান পর্বে ছিলেন আরামবাগের ডাকসাইটে তৃণমূল নেতা স্বপন নন্দী। কয়েকশো অন্যদল থেকে আসা কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। তবে নাটকীয় ভাবে বিজেপির জনা ছয়েক কর্মী ওই মাঠেই নাপিত ডেকে মস্তক মুন্ডন করেন। এরপর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অপরুপা।

     

    ন্যাড়া হওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওই কর্মীদের একজন জানান,”আমাদের ন্যাড়া হতে কেউ জোর করেনি। আমরা স্বেচ্ছায় হয়েছি। কারণ বিজেপি করে ভুল করেছি। ওই দলে আর জীবনে যাব না। তাই ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করেছি।” অন্যদিকে, সাংসদ বলেন, সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল। তারা বুঝে গেছে মমতা ব্যানার্জিই একমাত্র উন্নয়ন করতে পারবেন। তাই তারা তৃণমূলে ফেরার আবেদন করেছিল। বলেছিলো আমরা দিদির সাথে থাকতে চাই। দিদির সঙ্গে উন্নয়নে সামিল হতে চাই।

     

    যদিও এই ঘটনাকে খুব একটা আমল দিতে চাননি বিজেপি নেতা ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি বলেন দু একজন ছাড়া এদিন যারা তৃণমূলে যোগ দিয়েছে বলে দেখানো হচ্ছে তারা আসলে তৃণমূলেরই একটা বসে যাওয়া গোষ্ঠী। নিজেদের গোষ্ঠীদ্বন্দে তারা এতদিন বসে ছিলো। সাংসদ অপরূপা পোদ্দার এসে তাদের যোগদান করালেও, তৃণমূলের জন্য তারা মাথা মুড়িয়েছে, সেই মাথাতেই তাঁরা একদিন ঘোল ঢালবে।