|
---|
বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা :চিরাচরিত রীতিনীতি মেনে মৈপিঠ কোষ্ঠাল থানার অধীনস্থ মৈপিঠ নগেনাবাদ জঙ্গল ঘেরীতে অনুষ্ঠিত হল ৫৮ বছরের জঙ্গল মেলা। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পূজায় সর্বধর্ম সমন্বয়ের। এই অনুষ্ঠানে আনুমানিক পঞ্চাশ হাজারের অধিক মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনটির অপেক্ষায় থাকে এলাকাবাসী। বিশেষ করে জলে জঙ্গলে যাদের অবাধ বিচরণ তাদের পরিবারের সদস্যদরা পরিবারের মঙ্গল কামনায় জঙ্গল অধিষ্ঠাত্রী দেবী,মা বনবিবি সহ একাধিক
দেবদেবীর পূজা দিতে সকাল থেকে ভক্ত দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক SDPO বারুইপুর, CI জয়নগর,BDOকুলতলি, OCমৈপিঠ কোষ্ঠাল থানা,দক্ষিণ ২৪পরগনা বনদফতরের একাধিক আধিকারিক,কু লতলি পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব সহ একাধিক আধিকারিক কে দেখা গেল। বিশেষ করে শান্ত স্নিগ্ধ বৈচিত্রের লীলাভূমি সুন্দরবনের গভীর অরণ্যে হিংস্র জীবজন্তুর সাথে একটু দর্শন পেতে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন জঙ্গল পূজায় অংশগ্রহণ করতে বিশেষ করে প্রশাসনের আধিকারিকদের নজর ছিল চোখে পড়ার মতো ।