|
---|
নদীয়া: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক প্রতিবন্ধী ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম সুভাষ মন্ডল, বয়স আনুমানিক ৪৭ বছর। বাড়ি শান্তিপুর ব্লকের চরপান পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই এলাকার মাঠের পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অবস্থায় দেখতে পায়। এর পরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা যায়, ওই ব্যক্তি জন্ম থেকেই প্রতিবন্ধী, শারীরিক অক্ষমতা অবস্থায় কোন রকমের কাজ করে সংসার চালাতেন। গত দু’বছর দীর্ঘ লকডাউন থাকার কারণে কাজ হারিয়েছেন, এরপর থেকেই মানসিক অবসাদে ভোগেন তিনি।
পরিবারের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই এই আত্মঘাতী। রবিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। প্রতিবন্ধী ব্যক্তির এইভাবে আত্মঘাতীর ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।