|
---|
খান আরশাদ, বীরভূম: রাজনগরে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে মৃত্যু হল এক শিশুর, জখম হল ওই শিশুর মা বুধবার ময়নাতদন্তের পর সৎকার্য করা হলো ওই শিশুর।
জানা গেছে মঙ্গলবার বিকেলে রাজনগরের খাসবাজার গ্রামে ধরমপুজো উপলক্ষে মেলা চলছিল। নয় মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে সেই মেলা দেখতে গেছিলেন চুমকি বাউড়ি নামে এক মহিলা। চুমকি বাউরির বাড়ি রাজনগরের কাস্টগড়া গ্রামে। তিনি গাজীময়দান গ্রামে তার আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার বিকেল বেলা মেলা চলাকালীন শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি । চুমকি বাউরী শিশুটিকে কোলে নিয়ে সে গাজীময়দান গ্রামে আত্মীয়র বাড়ি ফিরছিলেন । গাছের তলা দিয়ে যাওয়ার সময় ঝড়ের জেরে গাছটির একটি ডাল ভেঙ্গে পড়ে তাদের ওপর। ঘটনায় গুরুতর জখম হয় ঐ শিশুটি ও তার মা চুমকি । তড়িঘড়ি তাদের প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতাল ও তারপর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। জখম চুমকিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতা ওই শিশুকন্যা ঋত্বিকা বাউরির আজ বুধবার ময়নাতদন্ত করা হয়। এরপর নিয়ে আসা হয় তার গ্রামের বাড়ি রাজনগরের কাস্টগড়া গ্রামে। আজ বুধবার ময়নাতদন্তের পর সৎকার্য সম্পন্ন করা হল ওই শিশুর।