|
---|
নাজিম আক্তার, মালদা, ১০ জুন: পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে শোবার ঘরে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। মৃত দেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান বলে খবর।
পুলিশ সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম রঙ্গিলা মন্ডল(২৫)।বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার জানকীনগর কলোনি এলাকায়।মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানান।তার একটি পাঁচ মাসের শিশু সন্তানও রয়েছে।পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণে আত্মঘাতী হয়েছে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।