|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের ভুরাবালি গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার এক গৃহবধূর দেহ করা হল।
মঙ্গলবার সকালে রাজনগর থানার অন্তর্গত ভুরাবালি গ্রামে একটি বাড়ির ভেতর এক গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ির অন্যান্য সদস্যরা দেখতে পান।
পাড়া-প্রতিবেশীদের সহায়তায় তড়িঘড়ি ওই গৃহবধূকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাজনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখানে হাজির হয়। ওই গৃহবধূর বাবার বাড়ি ঝাড়খন্ডে বলে জানা গিয়েছে। সেখান থেকে পরিবারের লোকজন রাজনগরে এসে উপস্থিত হলে রাজনগর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতাল পাঠানো হয়।