|
---|
নিশির কুমার হাজরা, বীরভূম: বীরভূমের মোহাম্মদ বাজারের গণপুর সেচের ক্যানেলে জলে ভাষমান অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার করেন মহ:বাজার পুলিশ আজ সকালে। ওই দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর।
এদিন সকালে এলাকার মানুষের চোখে পড়ে গনপুর সেচ ক্যানেলে একটি দেহ ভাসতে। পুলিশ কে খবর দিলে মহ:বাজার পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। মহঃ বাজার পুলিশ সংবাদ মাধ্যমকে জানান, মৃতের নাম প্রতিমা মন্ডল, বয়স ৪৫ বাড়ি গনপুর পঞ্চায়েতের গোপালপুর গ্রাম। কি কারনে ওই গৃহবধূর সলীল সমাধি হল পুলিশ তদন্ত শুরু করেছে।