|
---|
নতুন গতি :জলপাইগুড়ির তিস্তায় ধরা পড়ল এক বিশাল আকৃতির কাতলা মাছ।আজ সকালে তিস্তা থেকে এই মাছটিকে উদ্ধার করেন জেলেরা।আজ সকাল নটার সময় তিস্তা নদী থেকে উদ্বার করা হয় ওই বিশাল আকারের মাছ।বর্তমান বাজারে যার মুল্য প্রায় আটত্রিশ হাজার টাকার মত।আজ সকালে এই মাছ ধরা পড়তেই প্রচুর মানুষ চলে আসেন তিস্তা নদীর পাড়ে।তাদের মধ্যে অনেকেই মাছ কিনতে আগ্রহ প্রকাশ করেন। শেষ পযর্ন্ত এক ব্যাবসায়ী প্রায় 39000টাকা দিয়ে কেনেন ওই মাছটিকে।গত সপ্তাহেও তিস্তা থেকে উদ্বার করা হয়েছিল প্রায় আশি কেজীর কাতলা মাছ।যার বাজারমুল্য প্রায় বত্রিশ হাজার টাকা।পর পর দু সপ্তাহ বড় আকারে মাছ ধরা পড়ায় উৎসাহ বেড়ে গিয়েছে জেলেদের মধ্যে।