|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত জাপান। ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানের একাধিক শহরে। তবে ভূমিকম্প থেকে আফটার সকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাপানের। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১ , আফটার সকের তীব্রতা ৭.৩। বৃহস্পতিবার সকালে আফটার সক অনুভূত হয় জাপানের একাধিক এলাকায়। এখনো পর্যন্ত মোট চারজন মৃত্যু খবর পাওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের রাজধানী টোকিও। টোকিওতে সুনামি সর্তকতা জারি করা হয়েছে। শুধু টোকিও নয় তার সাথে কালিফোর্নিয়া, আলাস্কায় সুনামি সর্তকতা জারি করা হয়েছে। ভূমিকম্প এবং আফটার সকের ফলে জাপানের বিভিন্ন অঞ্চলের বাড়িঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে আফটার সকের কারণে বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ট্রেন পরিষেবা।