|
---|
আজিম সেখ,নতুন গতি, কলকাতা:-
আমরা কৃষক বিরোধী আইন, জিএসটি নিয়ে বাংলার ন্যায্য অধিকারের দাবি, নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্মতলা Y চ্যানেল থেকে প্রতিবাদী মিছিল শুরু করি। মিছিলের তীব্রতাতে কেঁপে ওঠে কলকাতার রাজপথ। আমাদের ডেপুটেশন নিতে রাজ্যপাল প্রত্যাখ্যান করলে আমরা গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসি। বেশ কিছুক্ষণ অনশন চলে পরে রাজ্যপাল আমাদের ডেপুটেশন নিতে বাধ্য হন।আমাদের দাবি না মানলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো। সবার কাছে অনুরোধ পাশে থাকুন।