|
---|
নতুন গতি ডেস্ক : পবিত্র রমজান শরিফে বিশ্বের বিভিন্ন প্রান্তে দৈনন্দিন ইফতার সামগ্রী বিতরণ পর্ব চলছে। ধর্মপ্রাণ মুসলিমরা উৎসর্গের মাসে যাকাত, ফিতরা দেওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য বিপুল পরিমাণ দান করে থাকেন এই বরকত পূর্ণ মাসে। উল্লেখ্য, উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত টাউন জামে মসজিদে রমজানের প্রত্যেকটি দিনে প্রায় পাঁচ শতাধিক মানুষকে ইফতারি দ্রব্যাদি দেওয়ার ব্যবস্থা করা হয়। শনিবার বি.বি.এফ এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন , রাজ্য সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়, জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ মহাশয়, বারাসাত পৌরসভার চেয়ারম্যান শ্রী অশনি মুখার্জি, ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত, কাউন্সিলর সমীর আচার্য, মসজিদ কমিটির পক্ষে হাজী আলী আজম, জাহাঙ্গীর আলম, রহমান গাজী, আনোয়ার আলী সহ প্রায় পাঁচ শতাধিক রোজাদারগণ। এদিনের রমজান এর ইফতার মাহফিল ছাড়াও দোয়ার আয়োজন হয় ।