উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডলের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ে কর্মাধ্যক্ষদে’র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

নতুন গতি ডেস্ক : রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুলক কর্মসূচি বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতিতে আলোচনায় উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারের বৈষম্য নীতি দূরে সরিয়ে রেখে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনপরিষেবা সচল ভাবে পরিচালিত করছে।
বুধবার উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডলের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ে কর্মাধ্যক্ষদে’র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় সভাপতির কক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জি, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী নারায়ন গোস্বামী,বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ,স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। সভাধিপতি বীনা মন্ডল বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করেন। পাশাপাশি সম্মিলিত ভাবে কাজ রুপায়নে সবাই কে এগিয়ে আসার কথা বলেন। কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী বলেন,  আমাদের জেলা কাজের খতিয়ান খুব ভালো আমরা সবাই চেষ্টা করছি সেগুলো কে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার।  বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব বলেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন  , উন্নয়ন সকলের জন্য, সেই লক্ষ্যে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বাংলা আরো বেশি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন ফারহাদ সাহেব। তিনি আরও বলেন , সরকারি নির্দেশিকা মেনে সবরকমের কর্মক্রিয়া জনপ্রতিনিধিরা পালন করার পাশাপাশি সরকারি আধিকারিকদের সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।