|
---|
নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত এনামুল হক। এবার তাঁর নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলল বীরভূমে (Birbhum)। তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ জমিও। সিবিআই সূত্রে দাবি, ২০১৭ সালে বাজারদরের থেকে কম দামে কেনা হয়েছিল জমিগুলি। এই সম্পত্তি বাজারদরের থেকে কম দামে কিনতে কেউ কি সাহায্য করেছে? অনুব্রত মণ্ডল সাহায্য করেছিলেন? তদন্তে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
গরুপাচার মামলায় এখন বেশ কয়েকটি নাম ঘুরপাক খাচ্ছে। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), এনামুল হক, আব্দুল লতিফ, সায়গল হোসেন। গরুপাচার মামলায় আপাতত জেলবন্দি অনুব্রত মণ্ডল। গরু পাচার চক্রের কিংপিন এবং অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হককে আগেই গ্রেফতার করেছে সিবিআই। এখন এনামুল তিহার জেলে বন্দি। এবার বীরভূমে এনামুল হকের সম্পত্তির খোঁজে গিয়ে অনুব্রত-র অনুষঙ্গ খুঁজে পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বীরভূমে এনামুল হকের নামে বেশ কিছু জমির সন্ধান মিলেছে। ওই জমিগুলি ২০১৭ সালে বাজারদরের থেকে কম দামে কেনা হয়েছিল বলে দাবি। অনুব্রত মণ্ডলের সহায়তায় এনামুল কম দামে জমি পেয়েছিলেন, কি না, খতিয়ে দেখছে সিবিআই।
সিবিআই (CBI) সূত্রে দাবি, বোলপুরের সুরুল মৌজায়, এনামুলের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে ২ বিঘা ২ কাটা জমি রয়েছে এনামুলের হকের স্ত্রী রাশিদা বিবির নামে। এছাড়া, আরও ১২ কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে। সেটি রয়েছে মাসুদা খাতুনের নামে। এই মাসুদা খাতুন এনামুল হকের মেয়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশেরও দাবি, এই জমি এনামুলের। সুরুলে একটি মার্বেলের দোকানের পিছনের একটি জমিও নাকি এনামুলের। স্থানীয়দের একাংশের দাবি তেমনটাই। সেখানে অবশ্য উঠে এসেছে আরও একটি নাম। সিবিআই সূত্রে দাবি, এই জমির অংশীদার গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত আব্দুল লতিফ।
এই সব জমিই নাকি তৎকালীন বাজারমূল্যের চেয়ে কম দামে কেনা হয়েছিল। কীভাবে এত জমি বাজারের চেয়ে কম দামে এনামুলের হাতে এল তারই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের খবর, এই সমস্ত তথ্য আদালতে পেশ করা হবে।