|
---|
নিজস্ব সংবাদদাতা : কেঁপে উঠল ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। বিকেল ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তের ৯ কিলোমিটার ভিতরে ভূমিকম্পের উৎসস্থল। বিকেল ৪টে ৫৯ মিনিটে বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে এ বাংলাতেও। আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। শহর কলকাতায় ভূমিকম্প তেমন অনুভূত হয়নি।