|
---|
লক্ষিকান্তপুরঃ বাক স্বাধীনতার নামে বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মা ও নবিন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বেঙ্গল ইমাম পরিষদের পক্ষ থেকে লক্ষিকান্তপুর বিজয়গঞ্জ বাজারে এক জনসভা আয়োজিত হয় আজ।
উপস্থিত বক্তাগণ বলেন বিশ্বের শ্রেষ্ঠ নবী মোহাম্মাদ সাঃ সম্পর্কে যে ন্যক্কারজনক, কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য যারা করেছেন তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। তিনি যেটা বলেছেন তা কখনও বাক সাধীনতা হিসাবে বিবেচনা করা যায়না। এটা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। ভারতবর্ষ একটি বহুজাতিও বহু ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে এমন মন্তব্যতে গণতন্ত্রের প্রতি আঘাত আনা। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে আমাদের এই প্রতিবাদ চলবে।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন, আব্দুস ছালাম, মাওলনা আবুল কাসেম রসুলি, শিক্ষক জাকির হোসেন, সানোয়ার, মুফতি সাজাহান। অনুষ্ঠানের আহ্বায়ক ইমাম নেতা আলমগীর জিয়াউর রহামান, আব্দুল মমিন, ও দাদপুর সিনিয়ার মাদ্রাসার শিক্ষক জনাব জাকির।