|
---|
নিজস্ব প্রতিবেদক:- শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার কলাগাছিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পেশায় গাড়িচালক স্থানীয় এক ব্যক্তি। গুলিবিদ্ধের পরিবারের দাবি, কেউ বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবকের ওপর হামলা চালায়। কালিতলা আশুতি থানা তদন্ত শুরু করলেও এখনও অধরা দুষ্কৃতীরা।রাতদুপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি কাঁধে লাগায় কোনওক্রমে প্রাণ রক্ষা। মাঝরাতে শ্যুটআউটের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কলাগাছিয়ায় চাঞ্চল্য। বাড়ির কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার পেশায় গাড়িচালক এক ব্যক্তি। গুলিবিদ্ধ সারদা দেবী নগরের বাসিন্দা। পেশায় গাড়িচালক সুরজ রায়। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে কেউ বা কারা সুরজকে ফোন করে ডেকে নিয়ে যায়। ভোরবেলা পুলিশ এসে সুরজের গুলিবিদ্ধ হওয়ার খবর পরিবারকে জানায়।