|
---|
নিজস্ব প্রতিবেদক:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল এক মাদ্রাসা পরীক্ষার্থীর (Madrasa Candidate)। ঘটনায় আহত আরও এক পরীক্ষার্থী। মালদার (Malda) চাঁচল আশাপুর রাজ্য সড়কের পাকুরতলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর এজারুল ইসলাম, বয়স ১৬ বছর। ছাত্রীর বাড়ি চাঁচল ২ নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের হজরতপুর গ্রামে। আহত ছাত্রের নাম রাকিবুল ইসলাম, তারও বয়স ১৬ বছর। এরা দু’জনই জালালপুর হাই মাদ্রাসা স্কুলের পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে এক আত্মীয়র বাড়িতে তারা রাত্রিযাপন করে। এদিন আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পাকুরতলা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের দ্রুতগতিতে একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাদ্রাসা পরীক্ষার্থীর। ঘটনায় গুরুতর ভাবে জখম হন মোটরবাইকে বসে থাকা আরও এক পরীক্ষার্থী রাকিবুল।স্থানীয়রা তড়িঘড়ি করে দু’জনকেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে গেলে এজারুলকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার কবলে পড়ে থাকা বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।