|
---|
নিজস্ব সংবাদদাতা : দিনের আলো ফোটার আগে বড় দুর্ঘটনা নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে । ভোরবেলা অগ্নিকাণ্ড সেখানে। তাতে অল্পের জন্য় রক্ষা পেলেন রোগীরা। কোনও অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর নেই।মঙ্গলবার ভোরবেলা ওই হাসপাতলে আগুন লাগে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ কোভিড ওয়ার্ডের স্টোর রুমে আগুন লাগে। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেই পরিস্থিতিতে দ্রুত সমস্ত রোগীকে বাইরে বের করে আনা হয়। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে হাসপাতালে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।